জীবনডাকাতের বউ
তুমি যখন তোমাকে আড়াল করে রেখেছিলে
খুবই স্নিগ্ধ ছিলে;
তুমি এক ধনসম্পদে ভরা দ্বীপ
চোখে স্বপ্নেভরা আমি এক আগন্তুক
বকুল, শেফালী আর
গোলাপের সৌরভে ভরে উঠতো আমার মন
রহস্যের প্রতিই আমার আকর্ষণ
আশ্চর্য তুমি তোমাকে খুলে দিতে দিতে
ভিখারি হয়ে উঠলে
স্ত্রী হয়ে গেলে সবাই বুঝি
জীবনডাকাতের হাতে ভিখারি হয়ে যায়!
সর্বশেষ খবর
জনশিক্ষাবিষয়ক আলোচনায় কৃষির চাইতেও
প্রেমপ্রসঙ্গ গুরুত্ব পেয়েছে বেশি
যারা আলোচনা করেন তারা আড়ংয়ের মানুষ
চুন থেকে বেগুন সবই বিক্রি করেন
পথ থেকে ন্যাড়া কুকুর ভুকতে থাকলে
আমরা ছবি তুলতে থাকি
ঠিক তখন একটা মেয়ে ছুটতে ছুটতে এসে
বলে: আমাকে গার্মেন্টসে নিয়ে চলুন
এখানে কৃষিজমিতে একটাও ব্যাঙ কিংবা
দেশী মাছ বেঁচে নেই
সুইসাইড নোট
১
এখনো শোকের ছায়া নিয়ে মৃত্যু আসে;
অন্ধকারের পেটে কাঁটা চাঁদের
আলো নিয়ে কিছু শোক হেটে বেড়ায়
দুঃখবাদী গবেষকের কাছে
অর্জন মানেই স্বপ্ন দেখার মতো কিছু!
২
হে মৃত্যু, তোমার নাম পবিত্র!
আমরা গোলকধাঁধা দিয়ে লক্ষ্য করছি
দৈনন্দিন আকাঙ্ক্ষায় আমাদের জীবন শূন্য।
৩
জন্মের হাত ধরে আত্মার শরীরে
বিরতির এই অনুরণন অন্ধকারে এসে
সর্বোচ্চ আলো দিয়ে মন ভাঙে
মানুষের অজ্ঞতার গভীর আবেগে!
৪
আমার চলে যাবার মুহূর্তে
তারা অশ্রুর প্রবল স্রোতে পাহাড়কে প্লাবিত করুক
বিচার যেন অন্ধত্বের গভীরতম ঘাটে পৌঁছায়
এবং সহস্রাব্দ ধরে জমে থাকা সমস্ত কষ্ট
ধুয়ে মুছে যাক অন্ধ আবেগের জলে
জীবন স্বপ্ন দেখার মতোই কিছু;
শুধু মৃত্যুর অপর নাম হোক পবিত্র!
স্লিপিং পিল
সবাই যখন ভুল বুঝতে থাকে
তখন পাশে থাকে মন
মন একটা রোদে-পোড়া দুপুর
পালিয়ে বেড়ায়
মৃত্যুকে আত্ম করে নিতে
তবু দুপুর মরে না
আত্মহত্যা করে সন্ধ্যার কাছে এসে
সন্ধ্যা, সন্ধ্যা, হয়নি সন্ধ্যা
এখন ঘুমাও কাল ভেঙে স্লিপিং পিলে
একটি মন্তব্য পোস্ট করুন