নৈঃশব্দ যখন মুখরিত হয় শব্দহীনতায়
একটানা নৈঃশব্দের শব্দে আমার ঘুম ভেঙে যায়
আমি ইতঃস্তত হাতড়াই শব্দহীন নৈঃশব্দের সন্ধানে
রাত এখনও বাকি অনেকটা রাত বাকি
বাকি রাত আমার জেগে থাকা এভাবেই নিবিড় অন্বেষায়
মধ্যরাতে তখনও জেগে থাকে অরণ্যের স্পর্ধিত মহীরুহ
চরাচরে দাদাগিরি যাবতীয় গুল্মলতার
নিকষ অন্ধকারে চোখে আলো জ্বেলে
শ্বাপদেরা হেঁটে যায় রাস্তায়
আমি জেগে থাকি আমার ব্যক্তিগত শয্যায়
রাত যেন অস্ত না যায় এই প্রার্থনায়
কথাটা বলতে গিয়ে হয়তো কিছুটা বাড়িয়ে বলা হলো
সাজিয়ে বলতে গিয়ে যৎসামান্য ত্রুটি থেকে গেলো
যতটা প্রাপ্তি ছিল মধ্যাহ্নের আলোর উজ্জ্বলতায়
প্রত্যাশা ছিল বেশি আরও নিপাট অন্ধকারে প্রাপ্তির সম্ভাবনায়
নৈঃশব্দ যখন মুখরিত হয় শব্দহীনতায়
দুচোখে আমার নেমে আসে অরণ্যের এলায়িত ঘুম
নিশ্ছিদ্র অরণ্যের বুকে আমি ঘুমিয়ে পড়ি নির্ভাবনায়
জেগে থাকে শুধু অসামান্য গুল্মলতা
নিশাচর শ্বাপদ আর দীর্ঘ মহীরুহ
একটি মন্তব্য পোস্ট করুন