ছাগলজন্ম
একটা বৃত্তাকার ক্ষেত্রের ভিতর
কয়েকটি ছাগল ঘাস পাতা চিবোতে চিবোতে
স্বপ্ন দেখছিল,
ব্যবসা খিদমতগারী প্রভূত্ব আর সীমাহীন
লাম্পট্য ডালপালা মেলে স্বপ্নের ভিতর
হাত বাড়াচ্ছিল আকাশে
ছাগলেরা আলো ফুটলে বিদগ্ধ হয়ে ওঠে
ছাগলেরা অন্ধকারে অঙ্কের হিসাব মেলায়
ভোরে ও সন্ধ্যায় ছাগলেরা টান্টু গিলে
প্রভুর আদেশ মত নামাবলী গায়ে
ধর্ম ধর্ম খ্যালে
একদিন নধর ছাগল একটি
রাস্তার পাশে একজন ভিখারির দিকে তাকিয়ে
বল্লো , ঝুলে পড়া শিখতে পারোনি?
অন্তত না খেয়ে মরতে হতো না !
বেশী দিন আগের কথা নয়, সেই ছাগলটিও
ছাল বাকলহীন ঝুলে রইল কসাইএর
মাথার ওপর।
বাকি থাকা অন্য ছাগলেরা দড়ি বাঁধা
বৃত্তগুলো ছোটো করে ফেলছে
ঘাসপাতা চিবোতে চিবোতে!!!
একটা অসম্ভব টানাপোড়েন, বাঁশের গোঁজ
আর নাইলনের দড়ির মধ্যে
যা কিছুতেই দেখতে পাওয়া যায়না
তা হোলো আর্থ - সামাজিক
পটভূমি ও বেনাচিতি বাজারের ফুটপাতে
দাঁড়িয়ে থাকা মিনি বাস।
একটা ভিক্ষুক অন্য ভিক্ষুকের কছে
পাঁচটাকা খুচরো করছিল ।
একটা টোটো একজন মহিলা কে চাপিয়ে
আরো যাত্রীর অপেক্ষায় সবাইকে জিঞ্জেস
করছে, কোথায় যাবেন?
বড়ো দোকানদার দোকানের সামনের ফুটপাতে বসা হকারকে চুটিয়ে খিস্তি করছে।
বাজার করতে বেরিয়ে বয়স্ক মানুষ মাথা ঘুরে
একেবারে যাচ্ছেতাই....
একটা বৃত্ত ঘুরে আমাদের ছাগলজন্ম
ছ'ইঞ্চি ছোটো হয়ে গেল !
আদানিরা খোঁয়ারে এখন ছাগল বাঁধেনা
ঘাস পাতা ভর্তি চরাচরে ছাগলেরা
অধিশ্বর সেজে বসে থাকে।
কয়েকটি ছাগল ঘাস পাতা চিবোতে চিবোতে
স্বপ্ন দেখছিল,
ব্যবসা খিদমতগারী প্রভূত্ব আর সীমাহীন
লাম্পট্য ডালপালা মেলে স্বপ্নের ভিতর
হাত বাড়াচ্ছিল আকাশে
ছাগলেরা আলো ফুটলে বিদগ্ধ হয়ে ওঠে
ছাগলেরা অন্ধকারে অঙ্কের হিসাব মেলায়
ভোরে ও সন্ধ্যায় ছাগলেরা টান্টু গিলে
প্রভুর আদেশ মত নামাবলী গায়ে
ধর্ম ধর্ম খ্যালে
একদিন নধর ছাগল একটি
রাস্তার পাশে একজন ভিখারির দিকে তাকিয়ে
বল্লো , ঝুলে পড়া শিখতে পারোনি?
অন্তত না খেয়ে মরতে হতো না !
বেশী দিন আগের কথা নয়, সেই ছাগলটিও
ছাল বাকলহীন ঝুলে রইল কসাইএর
মাথার ওপর।
বাকি থাকা অন্য ছাগলেরা দড়ি বাঁধা
বৃত্তগুলো ছোটো করে ফেলছে
ঘাসপাতা চিবোতে চিবোতে!!!
ছাগলজন্ম ২
এই যে ছাগলজন্ম তার ভিতরএকটা অসম্ভব টানাপোড়েন, বাঁশের গোঁজ
আর নাইলনের দড়ির মধ্যে
যা কিছুতেই দেখতে পাওয়া যায়না
তা হোলো আর্থ - সামাজিক
পটভূমি ও বেনাচিতি বাজারের ফুটপাতে
দাঁড়িয়ে থাকা মিনি বাস।
একটা ভিক্ষুক অন্য ভিক্ষুকের কছে
পাঁচটাকা খুচরো করছিল ।
একটা টোটো একজন মহিলা কে চাপিয়ে
আরো যাত্রীর অপেক্ষায় সবাইকে জিঞ্জেস
করছে, কোথায় যাবেন?
বড়ো দোকানদার দোকানের সামনের ফুটপাতে বসা হকারকে চুটিয়ে খিস্তি করছে।
বাজার করতে বেরিয়ে বয়স্ক মানুষ মাথা ঘুরে
একেবারে যাচ্ছেতাই....
একটা বৃত্ত ঘুরে আমাদের ছাগলজন্ম
ছ'ইঞ্চি ছোটো হয়ে গেল !
আদানিরা খোঁয়ারে এখন ছাগল বাঁধেনা
ঘাস পাতা ভর্তি চরাচরে ছাগলেরা
অধিশ্বর সেজে বসে থাকে।
একটি মন্তব্য পোস্ট করুন