আবহমান ১

মৃতের পাশে দাঁড়িয়ে মৃত্যুর প্রতীক্ষা যত দৃঢ় হয়।
তোমার পাশে দাঁড়িয়ে আমার আলিঙ্গন...
বৃক্ষের নীচে দাঁড়িয়ে ছায়াদের আতিথেয়তায় ----
পৃথিবী রোপন ভাবে গোপন অঙ্গীকারে...

আমি ভালোবাসা দিই
তারা দেয় প্রচন্ড আঘাত,
তারা ভালোবাসা দেয়
আমি ফিরিয়ে দিই উপেক্ষা!

জলের ধারে দাঁড়িয়ে দেখি অলৌকিক স্রোত
অলস জীবনের কাছে শুনি ব্যথার বহর,
তেপান্তর পেরিয়ে ভালোবাসা উড়ে এসে বলে---
একটিই পরিচিত উদোম আকাশ!

যত পুষে রাখি আলো
আকাশেও তত নক্ষত্র নেই,
অতগুলো নক্ষত্র পোড়ে 
তবু এত অন্ধকার কেন!






আবহমান ২

আমাদের ইচ্ছে করে---
যেকোনো ক্ষোভে ফাটিয়ে দিই আকাশ!
নীল ধুয়ে ফেলে আবার ব্রাশ বুলাই 
লাল, হলুদ, বেগুনি, গোলাপি...

আমাদের ইচ্ছে করে ----
যেকোনো ক্ষোভে গুড়িয়ে দিই এভারেস্ট, আল্পস!
খিদের বিপরীতে সাজিয়ে রাখি---
অফুরন্ত জল-খাবার...

এত রক্তের বিনিময়ে টাঙিয়ে রাখি প্রতিশোধ 
কাগজের মতো ফিনফিনে স্বপ্ন নিয়ে ---
চলন্ত ট্রেনের সামনে ঝুলিয়ে রাখি সাদা হৃৎপিণ্ড!

ডানা আছে বলে উড়তে পারে পাখি,
অথচ তাদের ভোটাধিকার নেই,
কাঁদছে, হাসছে একদল মাটির মানুষ ---
তাদেরও ইচ্ছে হয় যেকোনো ক্ষোভে পুড়িয়ে ফেলি মাটি!
অথচ এই মাটিতে হাঁটতে হাঁটতে ---
খিদে বেচে টিকিয়ে রাখছে গণতন্ত্র!







আবহমান ৩

বাবা এলে সব বলে দেব ;
একটা ধমক, মাঝারি চুলটানা,তিনটে থাপ্পড়...
বাবা আসতে আসতে রাত দশটা!
রাত নটায় আমার ঘুম পাই বলে ---
আটটার ডিনারে মা আমাকে কাবাব খাওয়ালো
আর বলল সকালে আইসক্রিম কিনে দেবে,
বাবাকে আর এসব কিছুই বলা হয়নি!

বন্ধুর সাথে তার প্রেমিকার সব ঘটনা লিখে রেখেছি,
এমনকি ক্লাসে ফেল করার ঘটনাটাও...
এবার বাড়ি ফিরে তার মাকে সব বলব ভাবছিলাম,
একদিন বন্ধুর প্রেমিকা তার বাড়িতে ডাকল
আমাকে একা! বন্ধুর মায়ের সঙ্গে আর...
পরের বছর ফেল করলাম আমিও।

জিন্দাবাদ, মুর্দাবাদ বলে এগিয়ে চলল মিছিল
খুনের বিচার, ধর্ষণের বিচার চাইতে চাইতে ----
সরে সরে গেল সমস্ত লোক!
আমিও সরে পড়লাম হতাশায়...

বিরোধী দলনেতা হল ধর্ষক অথবা খুনি!







আবহমান ৪

ভাগ্যলিপি উৎকীর্ণ আছে স্থির জলে
নোনা ঢেউ এসে ভবিতব্য মুছে দিলে ---
বাতাস স্বীকার করে দোষ!

তোমাকে ছোঁয়ার কত ইচ্ছে...
এই চরাচর, জনপদ তাকে পাপ বলে ডাকে,
তোমাকে কি ছুঁই না আমি...

ছিল বলতে এই একটা নিরীহ হৃদয়,
আর তাতে আলোর মতো নিরেট অঙ্গীকার,
একটা চুমুর বিস্ফোরণেই ধ্বংস হল শহর 
ধর্মের গতর --- লালটুকটুকে চোখ।

একটা অদ্ভুত সমাপতনের স্ক্রিপ্টে 
ঈশ্বর এঁকে দিয়েছেন অসংখ্য চুম্বনদৃশ্য,
আমার তো মগ্ন উল্লাস --- কথা মতো সামান্য অভিনয়।

অথচ এই হাতে পাপের শিকল!
না-দেখা দৃশ্য ;
মায়াবী স্ক্রিপ্ট!







এম এ ওহাব


Post a Comment

নবীনতর পূর্বতন