বাঁশি

কলসির জল গড়িয়ে গড়িয়ে 
ক্রমশ বিকালের দিকে 

বছরের একটা নির্দিষ্ট সময়কে মানুষ 
বসন্ত বলে 
বসন্তকালের সকালের মতো বিকালেও 
কোকিল একটু বেশি মাত্রায় ডাকে 

পাড়ার মোড়ে মোড়ে 
সরকারি কলের নামে 
কোনো কোনো জায়গা এখনো খ্যাতি পায় 
কলসিগুলো যখন সেখানে জল নিতে আসে - 
রাস্তার উপর কোকিলের মৃতদেহগুলো 
অবিরাম ডেকে চলে- রাধা, রাধা, রাধা  







নৈকট্য 

সকাল সকাল গাছ তাদের অপছন্দের কথা জানিয়েছে 
জানিয়েছে- আমার ছোঁয়া তারা পছন্দ করে না 
যত মূল্যবান সার, ওষুধের ব্যবহারই করি না কেন 
ফটিকস্বচ্ছ কাচের গ্লাসে দিই তাদের পানীয়জল 
তারা আমার দময়ন্তী হবে না 

এতদিনে গাছেদের কিছু কিছু ভাষা আমি বুঝতে শিখেছি 
তাদের মনের কথা অনুবাদ করে দেখি বারবার 
নলরাজ বলে তারা আমাকে মানে না 

দূরত্ব দিয়ে আমি তাদের বিশ্বাসকে সম্মান জানাব 
পোস্টম্যানের সাহায্য নেব  








স্বপ্ন

জল পাঠিয়ে দিয়েছে নৌকো, আমাকে নেবে বলে 
আমারও বহুদিনের সাধ 
তার শরীরে ভাসব, ডুবব 

এখানে আমার শিকড় ছড়িয়ে পড়েছে ইটে পাথরে 
শত্রু ও অকৃতজ্ঞ জনে
আলকুশি ও মাকালফলে 
এদের ছেড়ে যেতে পারি না 
দুএকটা পেঁপে ও পেয়ারাগাছও তো আছে 

ক্যানভাসের মধ্যে ঢুকিয়ে নিয়েছি সেই নৌকো 
উঠে বসেছি নিজে 
জলের ছবি তুলে এনে পেস্ট করেছি সেখানে 
শিকড়ও রইল , আকাশও রইল স্বপ্নে 






দিশারী মুখোপাধ্যায় 

Post a Comment

নবীনতর পূর্বতন