বুকপদাবলি 

শুরুতে তুমি না থাকলে সহজ হয় বিবৃতির বিষয়

পুরুষ যেহেতু গদ‍্য, বিস্তারের ডাকনাম, শাড়ির পাড়
প্রতিটি ভাঁজে বুকপদাবলি নিরুত্তর কিন্তু সংকেতময়
আসন্ন হাতছানি বলতেই নাবাল উপত‍্যকা
স্নায়ুর আবেগ যখন দীর্ঘ ঝরনা, সতত পতনশীল
কৌতূহলী দৃষ্টি বোঝে নোনা ঘাম, অন্তর্বাসের গুমোট মেঘ
গালের নিরীহ টোল বাতাস স্পর্শ করলে,
ঘুম থেকে জাগে রোমকূপ; যেন প্রেমের সংক্রামক আবহ
নিশ্বাস গায়ে লাগলে অনুভূতির দেওয়ালে মন বিজ্ঞাপন
হৃদয় হলুদ স্মাইলি, চিরকুটে তিন শব্দের অণুপ্রস্তাব
দূরত্ব কমলে পথের বাঁক, মাঠের বৃত্ত, প্রিয় কন্ঠস্বর 
প্রকৃতির নিয়মে তুমি ইচ্ছেফুল, ফোটার চরম আকুতি
পুরুষ যেহেতু যতিচিহ্ন, তোমার শরীরী অনুচ্ছেদে আশ্রয় চায় ...





সোমনাথ বেনিয়া 

Post a Comment

নবীনতর পূর্বতন