♟️ঘুণ

বুকের যেইহানে হাত দিবা ঐহানে আঙরা কয়লা  
বাহে, আগুনের ক্ষিদা মরে না কেন?
জাহান্নামের লাকরি জ্বলতাছি জনম ভইরা 
প্রেমে,  
            আর কেউ পড়ে না যেন ।






♟️ ও ধরিত্রী মা

তোমার গায়ে ওঁৎ পেতে আছে ফ্যাসাদের মাকড়, 
তুমি মূর্খ মা,  মক্তব খুলে বসে আছো বর্বরতার; 

টলমল, কচুর পাতায়, আমাদের জীবন। 

ওদের হাতে - পায়ে লেগে আছে পোড়া লাশের কালি 
ছোঁড়া বুলেটে - লেগে আছে যমদূত,  কপালে শনির দাগ;

বলো মা, কোথায় যাব?  কার আচলের তলে?











মাহবুবা করিম



পরিচয়:

গাজীপুর, ঢাকা

Post a Comment

নবীনতর পূর্বতন