মৃত্যুহীন লাশ

বিশ্বাস হারানোর পর জেগে উঠি
শরীরে আগুন জ্বলে বিদ্রোহী

এই যে ছোট ছোট কথা
বুকের অরণ্য চিরে চিরে
পুঁতে রাখা প্রতারক জাল

সৌন্দর্য্যে নয়

তখন
প্রেম আর ভরসার পিছে
বেজে উঠে মৃত্যুর ডামাডোল

তার থেকে উঠে আসে লাশ
ঘুমন্ত শিশুর মতো
জ্যান্ত,  প্রেমহীন লাশ





মানবিকতা, নৈব নৈব চ

তোমাদের বুকে পিঠে যে আগুন জ্বলে ধর্মের
তার উর্বর শরীর খুলে যখন দেখো
কোনো সংগীত নেই,
কোনো আয়াতাল কুরসী নেই
নেই বোবা হয়ে আসা শব্দে আল্লাহ ও ভগবানে
                     ত্রিশূল ও মিনারের হা করা আগুন
এবং
সঙ্গমের মুহূর্তের নিয়ম

তখন 
এবং তারপরেও যখন
শক্ত হয়ে দাঁড়ায় তোমাদের শিশ্ন
নারী যৌনাঙ্গে তখন ধর্ষক ধর্ম সেবন করে
                    আরাধ্যে নাকি আয়োজনে?

এসবের পরেও,
কার ঠোঁটে রক্ত
কার কপালে সিঁদুর
আর 
অনাবশ্যকতার চৌমাথায় দাঁড়িয়ে
ঝুলি ভর্তি শ্লোক এবং আয়াতে হৃদয় না থেকে
কেবল কন্ডোম এবং ফুঁসে ওঠা আগুন চোখে
যে ধার্মিক স্বর্গে যাবার স্বপ্ন দেখে

সেখানেও 
মানবিকতা কেবল
          নৈব নৈব চ
          নৈব নৈব চ





























আমিনা তাবাসসুম




পরিচয়:

ছন্দহীন সময়ে জীবন ও যাপনকে ছন্দময় করে তোলার চেষ্টা তার অক্ষরে। প্রেম-প্রকৃতি-বিরহ এবং মানুষের জীবন ও দর্শন মিলেমিশে তার ভাষা স্পর্শ করে অন্তর।  ঠান্ডা স্রোত ভেতরে বয়ে চলে। বিভিন্ন প্রিন্ট ও ওয়েব পোর্টালে নিয়মিত প্রকাশ হয় তার লেখা। তাছাড়াও দুটি ম্যগাজিনের তিনি সম্পাদক।

Post a Comment

নবীনতর পূর্বতন