সুপর্ণা লিলিথ' দাস
সভ্যতাহীন
শোনো তোমায় তুমি করে বলতে চাই
খানিকটা শ্রদ্ধাহীনভাবে।
খানিকটা সভ্যতাহীন আঙুলে
চষে বেড়াতে চাই লিয়াই খুলেনের
গভীর অরণ্য- বরাকের উৎস বা
বা একটি বেয়াড়া তিলের খোঁজে।
পাহাড়ি বরাক যে মাটিতে মেঘনা হয়ে উঠে,
আমার ঊরুসন্ধি জুড়ে এখনও সে মাটির
জীবন্ত ঘ্রাণ- (যদিও গৃহহীন বহুকাল)
জামদানি কুঁচির ভারে পর্দা করে থাকে!
অথচ দেহ জুড়ে তোমার জিপসি মাদকতা,
বৃষ্টি ফোঁটায় প্রশান্ত পিঙ্ক নয়েজ
বা মানচিত্র জোড়া চাপা উল্লাস!
নিষাদ-শিঙ্গা ধ্বনির কামনায় ডাকে
বন্দর ছাড়ে একমাত্র মৃতপ্রায় জাহাজ।
প্রেম ও বন্ধন নাম্নী নাগরিক খেলারা
পড়ে থাকে নিয়ন আলোর নীচে
মুমফলি খোসার সাথে মাখামাখি করে।
একটি মন্তব্য পোস্ট করুন