রিতা মিত্র
সওয়ারি বিহীন নৌকা
উলঙ্গ রাজপথের উপর হাজারও স্বপ্ন কে শেষ নিশ্বাস নিতে দেখেছি
আমি ল্যাম্পপোস্ট।
তবুও প্রসুতি গৃহের সামনে লম্বা লাইন
নতুনের আশায় বুক বাঁধে,
নীল আকাশে ডানা মেলা ঘুড়ি
নিজেরই সুতোয় প্যাঁচ খেয়ে হঠাৎই ভোকাট্টা
লাটাইয়ের বুকের যন্ত্রনার খোঁজ রাখে কে!
চোখ ঘুরিয়ে দ্যাখো কিছু নৌকা সওয়ারি বিহীন ফিরছে ঘাটে।
চাতক
পেরিয়ে এসেছি অনেকগুলো মৃত্যু শোক
এখনও বাকি আছে কত মাইল ফলক পেরোনো
কাহাতক আর বাঁচিয়ে চলা যায়
তবে পুরোপুরি গা ভাসানো তো যায় না
গভীর ক্ষত কে লুকিয়ে রাখি আড়ালে
তবুও রক্ত ঝরে মাঝা মাঝে
আবার শুকিয়েও যায় অলক্ষ্যে
অবলিলায় পার করি কত নীদ্রাহীন রাত
চাতক কাঁদে আমার জন্য, অন্ধকারে কোটর থেকে বাড়িয়ে দেয় হাত রাত প্যাঁচা।
খুব ভালো কবিতা পড়লাম । অনেক শুভকামনা রইল আপনার জন্য 🙏🏻
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন