আব্দুল রহিম-এর কবিতা
ছুঁয়ে দেখা হয়নি
ছুঁতে চেয়েও ছোঁয়া হয়নি
সকাল থেকে হাঁটছি
বুক পকেট থেকে বেরিয়ে আসে নিঃসঙ্গ একটা দুপুর
ঘুম আসেনি
পোড়া মাটির গন্ধ ভাসলে নাক ধরি
ভয় হয়
এমন গন্ধ শুষে নিতে নিতে
হৃৎপিণ্ডে এখন কয়লা খনি
লালসায়,
ছুঁয়ে দেখা হয়নি জীবন
তারাদের তিমির দেখা শেষ
এখন গারো কালো রাত
এইতো সামনে কালো শাড়ি পড়ে দাঁড়িয়ে মৃত্যু।
নৈঃশব্দ্য জীবন
পৃথিবী খেপেছে
একটা নৈঃশব্দ্য জীবন
মৃত্যুর আগেই
জীবন হেঁটে চলে গোরস্থানে।
চোখের সামনে পতিতাপল্লির মাটিতে শুকনো হয় একটার পর একটা স্বপ্ন
আঙুল তুললেই এ সভ্যতা মুখে শুকনো রুটি ছুঁড়ে মারে
তারপর সব নিশ্চুপ।
আজ পাথরের চোখ থেকে বেরিয়ে আসা জল দিয়ে কামুক পৃথিবী পিপাসা মেটায়
কেউ চেষ্টা করেনা
পাথরে পাথর ঘোষে আগুন ধরাতে।
সব দেখেও জীবন একটা নৈঃশব্দ্য।
একটি মন্তব্য পোস্ট করুন