লিপি সেনগুপ্ত 

















নটীর কথা


ভেজাকাপড় মেলে যান ছাদে

হাতে একগাছা সোনার বাউটি বেয়ে 

গড়িয়ে পড়ে ফোঁটা ফোঁটা জল। শুকনো ছাদ

বৃত্ত আঁকে বৃদ্ধ পায়ের আশেপাশে


পাটে পাটে ভাঁজ করা বিকেল

দূরে খোলা মাঠ—

ডানা মেলছে বুকের কাছে চেপে ধরা শাড়ি

ঝলসানো ঘাসে হলদে বৈশাখ

ভিজে ওঠে চোখ


একলা ছাদে 

চওড়া পাড় শাড়ির পায়চারি প্রতিদিন

ব্যাকস্টেজে এক-তারার মৃদু বোল বাজতে থাকে

বাজতেই থাকে...

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন