ইহিতা এরিন-এর কবিতা




স্পর্শমিতি 

হিমায়িত হাড়ের বীজে রাত্তিরের গন্ধ
পানশালা~পান্থশালা

বালিশের আস্তিনে অম্লমধুরসুতো
প্রাচীন শিলালেখ

বাঁকাআঁকা গলিঘুঁজি
উপল চোখের জ্যোতি > অচেনা কাঙ্খা

এসবই ~ অনন্ত দ্বৈরথ
ঘড়িহীন সময়
আলোর সম্পাত
রেখাঝোঁক নেশাতুর





আহত ১ মেটাসেন্ট্রিক কোলাজ 

কুয়াশা থেকে ঝুলছি~তারার সমুদ্রে
১ টা দ্বীপ
             শুনছি
স্ফটিক ভাঁজ জল-জ্বলে
                   তরঙ্গ-উপতাপ
আমি ও মি'
        র মাঝে        রঙধেনু
                                                 অথবা
জ্যোৎস্না লকআপ ফুটফুটে

একাকিত্বের ১
পিঠের নিচে ঘুম
বালিশের প্রেত     রাজকীয় পা
             এ
             কা
                         শূন্য ছাড়া নিকটতা নেই

দাবাড়ুর হো হো নিঃশব্দ 
প্রশ্নাব্দ স্রোত
১ের সাথে ১ার সম্পর্ক        সমানুপাতিক






সংলাপিত দৃশ্যের পাটাতন 

কেন্দ্র থেকে প্রান্ত সরেসরে 
       যাত্রা—
                          অভিমুখ // ভাঙন
দূরে 
ফালি ফালি 
          অস্পষ্ট তরমুজ রঙ আভাআভা //
রক্তপাত
ধমনী ছিঁড়ে      নুনমিঠে
                             পেশি, তন্তু 
চুনসুরকির সাথে        স্বৈরাচারি সাঁতার //

পর্দার পেছন 
দাঁড়িয়ে একটা ফুল ফুটে ওঠার  গল্প
ধীর পায়ে অবসিত সন্ধ্যা। কবর খুঁড়িয়েরা
                                        সরে যেতে বলে—
পাশ থেকে দেখি তার মুখ। 
কটাক্ষ অবিকল মুরকন্যা চোখ। 
কান ঝরায় অগণন তুষার ফুল…
কবর খুঁড়িয়েরা  সরে যেতে বলে…

দেখি
     তার স্থুল কলেবর চূর্ণবিচূর্ণ মুখ

Post a Comment

নবীনতর পূর্বতন