উদিত শর্মা-র কবিতা




ভালোবাসা যখন... 

দুরন্ত ভালোবাসার কাপে চিনি না দিলেও চলে -
লোনা জলের সিঁড়ি বেয়ে পৌঁছাতে হয় 
অভিমানী বাঁশির দোরগোড়ায়। 

চূড়ান্ত ভালোবাসায় কোনো ডাকটিকিটের প্রয়োজন নেই 
গহীন নয়ন মদির হয়ে আসে 
মোহিনী সুরের মূর্ছনায়। 

গভীর ভালোবাসার নির্দিষ্ট কোনো রং হয় না
সেটা হতে পারে হলুদ ঢাকাই শাড়ি 
কিংবা গোলাপি মসলিন ;
আকাশ-নীল রঙের মেখলাও হতে পারে 

ভালোবাসা গভীর হলে কলঙ্ক সব মুছে যায়-
শ্যাম অঙ্গে মিশে থাকে রাধার অনুপ্রাস। 

Post a Comment

নবীনতর পূর্বতন