সন্দীপ বিশ্বাস-এর কবিতা 






অর্ঘ্য

কল্পে ছিলে
বাস্তবে এখন। স্বপ্নে পরাও
নামাবলি 



বৃষ্টি পড়ে 
গান হয়।  বর্ষা গান করে 
বৃষ্টির বিরল



এক ধরেছি
দু'য়ে যাব।  তিন মাত্রায় যোগ
যোগফল ছয়।  ছয়ে ঋতু
পাঁচটা নদীর নাম বলতে হবে
চারে বেদ। বেদার্ঘ্য





ডুবের নিমিত্ত

ডুবে গেছে 
তাই ভেসে ওঠে - চঞ্চল 
অচঞ্চল 

ডুবের ভাসান

ডুবের শূন্য

Post a Comment

নবীনতর পূর্বতন