বন্যা ব্যানার্জী-র কবিতা







সাদা পাতা

নদীর বুকে ছায়া।
ফেলে আসা পথ ধরে পাখিরা ফিরে আসে।
পাতায় পাতায় কলমের ভালোবাসা। জানি মুছবে না কোনো জল ঝড়ে।
বুকের ভেতর জমকালো মেঘ। গর্জে ওঠে শব্দ রাশি।
শেষ ট্রেন ফিরে গেছে। স্টেশনের নির্জন রঙে জলছবি ফোটে। 
রিক্ত কলমের নিব। আসে না তাই জুতসই ভাষা।
কি দেবো কবি! কি দিতে পারি আর!
শীত নামে, মাটির খুরিতে খুরিতে‌ গরম চুমুক। পুরনো দস্তুর। সব কিছু ঠিকঠাক, শুধু তুমি জেগে নেই।।

Post a Comment

নবীনতর পূর্বতন