সুবীর ঘোষ--এর কবিতা
একদিন আকাশ পেরিয়ে যাব এ ছিল বিশ্বাস
বিবর্ণ উঠোন থেকে বহুতল বাড়িগুলো দেখি ।
একদিন আকাশ পেরিয়ে যাব এ ছিল বিশ্বাস ।
অনেক স্বেদবিন্দু নিয়েছিল চড়া রোদ প্রবেশের আগে ।
সহজে কী পেয়েছিলে আমার সময় ?
আনন্দ পাবার আগে শেষ হল রাত--
ক্ষতগন্ধে বেলিফুল গড় হয়ে হার মানে ;
তুমিও ভঙ্গুর যদি মনে করে বাঁধো চোখ
অদেখা নয়ন থেকে বয়ে আসা নীল অভিশাপ
তোমার আমার নাম একসাথে মুছে দিতে পারে ।
প্রবাসের দিনগুলো মনে রাখা ভালো
মনে রেখো ব্যবসায় বিনিময় রঙ
তোমার গালের কাছে পড়েছিল ভ্রমরের দাগ—
অতিশয় ক্লান্তিতে যাপনের গাছে গাছে এসেছিল কুঁড়ি ।
আবরণের কৌতুক তুলে
তোমার কী ইয়ে নেই , কুসুম ?
আমি এক কাজফুরোনো ঢেঁকি
চোখের ওপর আমড়াকাঠের কালশিরে...
আমাকে একবাটি ঘ্রাণ এনে দেবে, কুসুম ?
উত্তরের হাওয়া বইলে আমার শিরদাঁড়ায় ভূত বসে
আমি হেঁটমুণ্ড দুলি
শয়তানের বাপগুলোকে ধরে পাঁপড়ের মতো বেলতে যাই
কুসুম বলো এসব কী তোমার একার কাজ !
চানঘরে যে না কী নানগ্না না থেকে পারে না
সে-ই কী না নদী থেকে শূন্য আবরণে
শশব্যস্ত উঠে গিয়ে হাজির হয়েছে ফেসবুকে
বোধ করি সে সেই দেবী নয়, তার মতো অন্য কেউ...
কুসুমও জানে না ।
চমৎকার
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন