নিখিলকুৃমার সরকার-এর কবিতা 




আটপৌরে 

ভাবের ঘরে অভাব 
স্বভাবে আঠালো 
জিরো ওয়াট আলোয়
প্রাত্যহিক ফুটোফাটা
সেলাই করছে একমনে... 

অন্ধকারাচ্ছন্ন 
নিঃসঙ্গ পথিক এক
সংগোপনে নিজেকে খু্ঁজছে ওই
আটপৌরে ভাবের বৈভবে





কাকতাড়ুয়া 

মধ্যরাত্রি , আসক্তি ছড়াচ্ছে ... 

মায়াবী জ্যোৎস্নার সম্পর্ক-মোহে
নিষিক্ত হচ্ছে ওই
অনিকেত বীজতলা ---
দৃশ্যটির অনতিদূরেই
চির-নিঃসঙ্গ কাকতাড়ুয়া 
মুহুর্মুহু শিহরিত 
পরিণামহীন স্ব-মৈথুনে





ধোঁয়াশা 

বিকেলের অতৃপ্ত আলোর সঙ্গে 
সদ্য-সতেরো 
সান্ধ্য অন্ধকারের 
এত কী কথা কে জানে ...

রহস্যময় ধোঁয়াশায়
অস্পষ্ট কলোনির পথঘাট , 
দরজা-জানালা, চতুর্দশপদী
রঙ্গমঞ্চ, লৌকিক সংলাপ , আর
চড়ুইদম্পতির অনিত্য ঘুলঘুলি





সাধনসঙ্গিনী 

সুরসিক একতারা আত্মমগ্ন , 
পথ হারানোর সাধনায় ... 

অথচ কেন যে , পথের 
আলো ও অন্ধকার জুড়ে 
স্বপ্নে দেখা তার 
সাধনসঙ্গিনীর 
আঁচল উড়ছে সুরে সুরে , 
চতুরঙ্গে বসন্তমুখারি






2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন