পল্লব গোস্বামী-র কবিতা






খাঁচা 

লোহার গারদ কেটে 
যদি বা বার হই 
অজস্র ভাবনার শিকল
ঘিরে ধরে 
নিদাঘ দু'চোখ।




ছৌ 

দিনের শেষে খালি হাতে ফিরে যাই
তবু ভালোবাসি রঙিন মুখোশ।




নদী 

একমাত্র পাগল নদীটিই জানে
তার উৎসমুখের নিদারুণ স্থবিরতা।





রেনকোট 

বিষাদ যেন এক রেনকোট 
বৃষ্টি এড়াতে গিয়ে 
চুল থেকে নখ
ভিজে যায়।





আবির

ধুলো ভেবে 
বুকের কিছুটা রং
দিয়েছিলাম তোমাকে 
তুমি যে তাতে
সিঁদুর মেশাবে
স্বপ্নেও ভাবিনি ! 





জ্যোতি 

সূর্য নিভে যায় 
আনোখা পরীর মতো 
আমার দু'চোখের আলোয় 
তুমি ঘুমাও।





মা

মা - এক রহস্যের নাম 
যে রহস্যে,
উঠানের কিনারে  
করুণ কচু পাতাগুলি 
লাল হয়ে ওঠে।




 

সন্ধ্যাতারা

ভালোবাসা আসে যায় 
একটি আলোকময় দিনে
আমি সারারাত 
বুকে 
সন্ধ্যাতারা নিয়ে ঘুরি।






জীবন 

একটা চকলেটের বাক্স 
খুলে দিলে,
হাজার প্রজাপতি 
উড়ে যায় ...



3 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন