বিপ্লব দত্ত-এর কবিতা






তিথি, ও তিথি। 




৫. লাশ এখন এক

কথা হয়েছিল
শরীরবিবর্তনে জন্ম সুখঅসুখ
দীর্ঘজীবন আমি আর তিথি
লাল গোলাপকথা শেষ
যেমন গাঁথা থাকে
দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে প্রেমের নিয়মে
এক এক যাচ্ছে পলিপ্যাকে
ফিরে যাও, বাঁচো
সময়টা নিজের করে নে রে খেপি।




৬. কেন এমন হয়

সমানভাবে একসময়
তুমি ধরেছো আমিও ধরেছি
হাতমুঠো সকাল বিকেল
ঘুম নেই, ঘুম নেই
ছাড়ছি
অহেতুক বেঁধে রাখা
কখন যে শীত হলাম বলতে পারো তিথি?




৭. জরিপ

একফোঁটা জলটোপ
স্তনবৃন্তে
আমি অপলক এক ক্ষুধার্ত প্রেমিক
আমার চোখজরিপ সময়অসময়
তিথি যায় আসে
আমার শুষ্কখামার  অপেক্ষার তিথিসময়ে




৮.  সন্ধিসময়

নিরলসভাবে খুঁজছি আমি
রাস্তা বাড়ির আশপাশ
সরল রাস্তা জটিল আকার
এপ্রান্ত আর সীমাহীন দৌড়ঝাঁপ
সরে যাচ্ছ তুমি
আজ তুমি বললে সময়টা ছিল মেয়েবেলার সন্ধিক্ষণ।

1 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন