রুবি রায় -এর কবিতা







যতদিন থাকবে

এই সমৃদ্ধ বসন্তে একপ্লেট ভাগাড় নিয়ে বসেছি 
এখানে আছে একটা হৃদপিন্ড
যেটা কালকে পর্যন্ত সংসার করা স্বপ্ন দেখেছিল
তিড়িং হয়ে আমারও এরম ভাবনা ছিল
যার মুখ্য চরিত্র আলাদা পাতে 
এটাই রক্ত পলাশ বাস্তুতন্ত্র
যার উপর দিয়ে সহজেই হেটে চলি
ভ্যালেন্টাইনের গোলাপে রক্তচোষা বাসা বাঁধে 
বেণীসংহারে জমা হয় কিছু ছক হারানো প্রশ্ন --
যারা দেখে স্ট্রিটলাইটের অসীম সহ্যক্ষমতা ।

                                    

Post a Comment

নবীনতর পূর্বতন