মাহবুবা করিম-এর কবিতা
দুঃসময়ে
এ বড় উৎপাত আজকাল- যত্রতত্র নির্বিকার কেউকেউ ফেলে যায় ;
আঁচল টেনে ধরে ওরা - কোলে নেই
অনাথ দুঃখ।
অক্ষিকোটর মৃত কূয়ো - তবু ছেলেমানুষি জলের আবেদন যেন শুয়ে-বসে চোখের বেলকুনি জুড়ে অর্কিড,
তবুতো দুঃখ রেখে যাইনি কোথাও;
আমাকে রেখে যে পালায় ঈশ্বর!
সে যেন আত্মহত্যার দায়ে ক্ষমা ভিক্ষে চেয়ে দাঁড়িয়ে থাকে হাশরের ময়দানে।
একটি মন্তব্য পোস্ট করুন