পলাশ দাস-এর কবিতা
কীভাবে গোপন জবানবন্দি দেবো বলো
কীভাবে গোপন জবানবন্দি দেবো বলো
ঘুরে ঘুরে বেলা বেড়ে যায়
এ পথ সে পথ
এ দোকানের আঁচলের নীচে সকালের খাওয়া
তো দুপুরের আরেক দোকানের নীচে
তুমি বৃথা প্রত্যাশা ছুড়ে দিচ্ছ আমার দিকে
আর এই নিষ্ফলতা বেছে নিয়ে
উত্তেজনায় মুখর করে তুলছ সূর্যের কালো চোখ
এইবার সব বৃথা মেনে নিয়ে
প্রত্যাশা রাখো দুদণ্ড জলের আসরে
ফিয়ে যাও
পথ আছে
পৃথিবী এখনও তোমার জন্য হাত মেলে আছে
সান্ধ্য ভ্রমণ শেষ হলে
সান্ধ্য ভ্রমণ শেষ হলে
বসব দুজনে
যেখানে ফাঁকা পাওয়া যাবে বেঞ্চ
অনেক তো হেঁটে দেখা গেল
এবার দু এক খণ্ড নিজেদের জন্য
সরস্বতী সকাল চেয়ে নেবো
সন্ধ্যায় পেয়ে যাব বলো
লেকের ধারে ভিড় কম ওখানেই ওখানেই
বসব দুজনে
আড়াই ভাজার সাথে ফিরে যাব
ভোরের স্নানে
একটি মন্তব্য পোস্ট করুন