লিপি সেনগুপ্ত-এর কবিতা
















ছেঁড়া বেলপাতা

যে ঘাটে শুধুই ছাই সেই ঘাটে আগুন জ্বলেনা

মৃত মুহূর্তের কাছে ভেসে যাচ্ছে রাঙা ধুলো

চকচকে বালি, নদীর লুকনো কান্না 

ভেজা লাগে বুনো ঘাস, নুড়ি পাথর অভ্র 


লাল আকাশে ছেঁড়া ছেঁড়া সংসার 

পাক খেয়ে ওঠে ধোঁয়া, যতবার আগুন জ্বলে

ছেঁড়ে শামিয়ানা। অপেক্ষার নৌকায় আলুথালু

এলোচুলে ঢাকা পিঠ ও কে?


আশরীরে দহন নেমেছে? পুড়েছে কি যজ্ঞের খই!

চলে গেছে সময়ের যান,উড়ছে ধূসর পতাকা

অনন্ত স্তোত্র পাঠে সে বসেছে সহ্যাদ্রির ঘাটে

পড়ে আছে কিছু ফুল,ছেঁড়া বেলপাতা

Post a Comment

নবীনতর পূর্বতন