তিমির মিত্র-এর কবিতা



শব্দব্রহ্ম


আকাশের দিকে তাকাতেই মনে হল অসংখ্য শব্দ কণা সমস্ত আকাশে কিলবিল করছে, আকাশ ছাড়িয়ে মহাকাশ, তাকে ছাড়িয়ে অনন্ত আকাশ, আর সেখান থেকে একটা করে শব্দ কণা মাটির বুকে নেমে এসে একটা প্রাণবন্ত সত্তা হয়ে যাচ্ছে। একটা অবাক বিস্ময় ক্রমান্বয়ে আমাকে আচ্ছন্ন করছে। আমি আস্তে আস্তে একটা শব্দ হয়ে যাচ্ছি।

Post a Comment

নবীনতর পূর্বতন