জয়িতা ভট্টাচার্য-এর কবিতা
ঋতু বদল
মাঝে মাঝে খুব শীত
মাঝে মাঝে উষ্ণতা উধাও
ছেঁড়া কাঁথায় ডুব
মাঝে মাঝে শীতল রমণ থেকে
বহু দূরে চলে যেতে চাই
অন্তরালে
জীর্ণ কাঁথার ভেতর টলমল নদী
ওখানে শৈশব,ওখানেই কাগজের ডিঙি
চোখ বুজলেই তুমি
এই অন্তরাল নিয়ে যাবে অদ্ভুত নির্বাণে।
মাছচাষ
ঠোঁট ছুঁয়েছ বলে ভেবো না ভালোবাসা।
ভরা ঘট নিমেষে শূন্য আধার,
হাতে হাত রেখে যে উষ্ণতা
হয়ত সেসব ছিল গ্রীষ্ম মাসের
যৌনতা
জলপরী আসে নীল ছড়াতে ছড়াতে
চরাচরে।
এমন অনেক পড়ে আছে ধানরোয়া মাঠ
এমন অনেক কৃষিখেতে এখন মাছেরা
খেলা করে
আমরা খেলেছি বসন্তে জেনেছি
দিন বদল হয়। দিন বদল হয়।
কার্নিশে ছায়া দেখে চাঁদ আছে ভেবেছ
ছায়া প্রতারণা করে তুমি জানো না।
একটি মন্তব্য পোস্ট করুন