মানসী সরকার-এর কবিতা



বন্ধুত্ব

আমাদের আড্ডা গুলো
এভাবেই হাঁটতে থাক। 
বছর পঁচিশ পর 
কোনো একদিন, 
স্মৃতির সরণি বেয়ে
পৌঁছে যাবো অকারণ। 
মোটা কাঁচের চশমা
ঝাপসা হবে বার বার।
জল নয়নে
পড়বে মনে, 
তোদের খুনসুটি গুলো 
আরও একবার।




সাঁঝবাতি

সাঁঝের বাতি নিভে গেলে
ঘরে ফেরার জাল বুনো,
সে জাল নদীতে ফেলে
আকাশছবি ধরে এনো।
রাতভর চোখের পাতায়
গগনচুম্বী স্বপ্ন দেখো, 
সেই স্বপ্নের তুলিতে 
বাস্তবে তার রূপ এঁকো। 

Post a Comment

নবীনতর পূর্বতন