হামিদুল ইসলাম-এর কবিতা
মন
হাত থেকে খসে পড়ে সময়
জীবনের চুপকথায় ভরে ওঠে এবাড়ি সেবাড়ি
শব্দরা এখন স্বাধীন হতে চায় ।।
ছায়াডোবা নির্জন দুপুর
মর্মর পাথরে কান্নারা লিখে রাখে পোয়াতি যন্ত্রণা
অটোফেজি মগ্নতা
ধরে রাখি সময় অসময় ।।
রাতের কষ্টগুলো জিরাফ হয়ে নামে ভাঙা মন আর ছেঁড়া কাঁথায় ।।
মায়া
কথকতায় গুণে রাখি এক একটি রাত
এক একটি অ্যামেথিস্ট স্টোন
জীবন হাতড়াই
শূন্য। অথৈ শূন্য। শূন্যাঙ্কের মহতী কারবার ।।
তবু একটি শূন্যের জন্যে অনন্ত অপেক্ষা
বিনম্র ছায়ায় ডোবে শৈশব। কুয়াশায় ভিজে ওঠে প্রাচীন সভ্যতা
ভুলে যাই চেনা চেনা সংলাপ ।।
ইষ্টনামে ভরে ওঠে মায়া। আমরা প্রতিদিন মৃত্যুর ম্যাপ আঁকি ।।
গঙ্গা যমুনা
জলের মাঝে জীবন উথাল পাথাল
নৈর্ঋতে ঝড়
প্রতিটি রোমকূপে আবেগ উথলে ওঠে শেষ রাতের বিছানায়
এসো এক পেগ ধরি হাতে হাতে ।।
ভোগ করি জীবন
শীৎকারে ভরে উঠুক পৃথিবীর যতো গঙ্গা যমুনা ।।
খুব ভালো লাগল প্রতিটি কবিতা।
উত্তরমুছুনদুর্দান্ত তিনটি কবিতা। অসাধারণ।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন