রুবি রায়-এর কবিতা



ক্রপ করুন সুস্থ থাকুন 

একটা বেস্ট অফ লাক ছুঁড়ে দিয়ে 
আমি কেঁদেছিলাম 
গর্ভিণী স্বপ্ন থেকে নিজেকে ছিড়ে 
মেঘহীন আকাশে দৌড়ে 
আবেগকে ক্রপ করেছি --
সেই সঙ্গে বাদ পড়েছে  নীল চেক শার্ট সহ বিভিন্ন ফর্মুলা । 

           স্বীকার করছি ,
                            এখন আমি পরিপূর্ণ খুনী, যে তোমার খুনের প্রক্রিয়াকে অতিক্রম করে গেছে । 
এই পৃথিবীতে নিশ্চিদ্র খুনীরাই সমস্ত ভালোবাসাকে আকৃষ্ট করে বেঁচে থাকতে পারে ।
                             



মিশে যাচ্ছ

নেকেড চোখ দিয়ে ছুড়ে দেব 
কিছু নজর 
              বুক পকেট থেকে 
সিদ্ধ হয়ে নেমে আসবে
              সুস্তনী নৈরাশ্য --
যার বাগাল স্বাধীনতায় তোমার 
 যৌগিক গন্ধেরা বংশবৃদ্ধি করে 

গভীর ঠিকানায় তদন্ত চালায় ভালোবাসার 
         কথা শেখানো ময়না পাখি 
আর তুমি নিউমার্কেট চত্বরে 
হোলসেল ধোয়াশার সাথে মিশে যাও ।

                                        

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন