আফজল আলি-র কবিতা
শব্দ-ঋণ নামের
মন খুব খারাপ, চেয়ে দেখো শ্বাস কষ্টের গভীরে নিমজ্জিত হচ্ছিজীবনকে ভালোবেসে জীবন থেকেও চলে যাচ্ছি দূরে
ভাবনাগুলো এখন আপাদমস্তক ঢেউ
প্রতিটা অতীত থেকে উঠে আসে চিৎকার
কেন যে এই প্রশাখার যত্ন , মদ ও সিগারেট অমীমাংসিত রাখে
শব্দ-ঋণ নামের এক মেয়ে , আমি ছুটে গিয়ে দেখি
হাওয়া শূন্য, খালি বিছানা পড়ে আছে
দখল নেওয়া নতুন তাকে বিবর্তনে দুষছে
কী করি এখন , বুকে তো কান্নার বিচ্ছেদ ঘটিয়েছ
সময় সরে যাচ্ছে ,
পরিপূর্ণতা থেকে পিছিয়ে আরও কি হাজার বছর
অপেক্ষার মাঝে যন্ত্রণা সমাহিত হয়
দেখো আমি পুনরায় বেঁচে উঠছি
সেই পাঁচ হাজার বছর কোথায় ঢেকে দিলে
রাস্তাগুলো কি তেমনই এবড়োখেবড়ো আছে যা ছিল মিনার পর্যন্ত
একটি মন্তব্য পোস্ট করুন