আমিনা তাবাসসুম-এর কবিতা




জড়িয়েই থাকি 

জড়িয়েই থাকি সবসময়
শুধু তুমি বুঝতে পারো না

চিরজন্মা আগুন ঝাঁপ দেয়
                     নিভৃত সোহাগে
যার আদ্যপান্ত নিরেট ঝাউপাতা
আর শুকনো পাহাড় হয়ে বসে
                    জানুর ওপর

অগত্যা...
দু এক পাতায় মোড়া এ শহর

সব শেষে পড়ে থাকে দু চামচ প্রেম
অথচ এই মিশে থাকা অনুভূতি
            তুমি বুঝতে পারো না




দূরগামী হাস্নুহানার 

এই আলপথ ধরে দুর সমুদ্রে যাওয়া যায়
যেখানে একটি পাখি
একটি কাঠবেড়ালি
এবং একটি রাশিয়ান আলখাল্লা
                অপেক্ষা করে আছে

দুরগামী রক্তাক্ত শিবিরে
            হাস্নুহানার ফুটকড়াই

একটা বৈপরীত্য
           চিবুক থেকে বুক
           সুর থেকে অসুখ
তারপর যে রাস্তাটি এখনও দেখতে পাচ্ছ তুমি

সেখানে আমার প্রেমিক থাকে
                              টইটুম্বুর



অদৃশ্য মোহিনী

কতকটা ঘূর্ণাবর্ত ঘেরা ফসিলস
ব্যকরণে উচ্ছ্বাসহীন প্রগতি
অথচ এসবের মধ্যে থেকে বেরিয়ে
      একটা নতুন সকাল দেখছি।

বিস্তার না থাক
শান্তির মনোনয়নে শৃঙ্খল জড়ায় না
যতটা এই আলো
হাওয়া
মাটি
সবখানে লেগে থাকে শরতের সেই ছেলেটি

যার বুকে মুঠো ভর্তি আলো
আর...
স্বপ্নের বাহু জুড়ে লেগে থাকে
                     অদৃশ্য মোহিনী।

1 মন্তব্যসমূহ

  1. নিবিড় পাঠে শুধুই মুগ্ধতা। শব্দের ভেলায় যাত্রীরা যেন ধ্যানমগ্ন অবিচল লক্ষ্যে। অপূর্ব সৃষ্টি।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন