সুরজিৎ পোদ্দার-এর কবিতা
মায়া
১
যতবার চোখ খুলি
চোখ বন্ধ করার কথা মনে হয়
যতবার চোখ বন্ধ করি
চোখ খুলে কি দেখলাম তাই মনে পড়ে
কবেকার চককাটা মেঝে
কবেকার জলে ভেজা পায়ের ছাপ
কবেকার জল
বয়ে যায় এই নদী দিয়ে আর একটা পাতা
যার ছিঁড়ে পড়ে যাওয়া ছাড়া কোনো ভবিষ্যৎ নেই
আমাদের দৃষ্টিপথ জুড়ে উড়ে যায়
বন্ধ করি চোখ শুধু সেই পাতার
উড়ান খুঁজে পাব ভেবে...
২
আমাদের শেষ দেখার দিন
আমরা জানতাম না
আমাদের আর দেখা হবে না
আমাদের আর দেখা হবে না তাই
বারবার আমাদের শেষ দেখার কথা
ঘুরে ফিরে আসে মাথায়
একটা বাস অকারণে চলে যায় গা ঘেঁষে
সন্তর্পণে রাস্তা পার হওয়ার সময়
বিড়বিড় করে খিস্তি করে উঠি
ব্যর্থতা এক ঘৃণার জন্ম দেয়
ঘুরে ফিরে সেই ঘৃণার পাশে যাই
আমাদের শেষ দেখা হওয়ার দিন
একটা গিলে করা পাঞ্জাবি পরে অপেক্ষা করে
গায়ে আঁতড়ের গন্ধ হাওয়ায় ছাতিম
সামান্য থুথু ফেলে চলে যাই
আমাদের শেষ দেখার দিনে
একটি মন্তব্য পোস্ট করুন