নিয়াজুল হক-এর কবিতা
মহামানব
প্যাঁচা কাঠ হয়ে গেলপ্যাঁচা পাথর হয়ে গেল
প্যাঁচা মাটি হয়ে গেল
প্যাঁচা
ইট, কাঠ, পাথর হয়ে গেলে
মহামানব হয়ে যায়
মহামানব তো রামকৃষ্ণ
রসগোল্লার রস নিংড়ে নিয়ে
একবার মুখে ফেলে দিয়ে দেখুন
কে রামকৃষ্ণ
জাহাজডুবি
তোমার হেয়ার স্টাইলটা তোবেশ সুন্দর
একটু বিলি কেটে দেব?
মাথাটা সামান্য নীচু করো
এই পথটা বেশ দীর্ঘ
আমাদের সভ্যতার দৈর্ঘ্যের সমান
আমাদের জাহাজডুবি
সমস্ত এই পথেই হয়েছিল একদিন
সামান্য তুমি
অসামান্য তুমি
একা একাই একদিন
সমস্ত জাহাজ
এই পথেই ডুবিয়ে দিয়েছিলে
ধোঁয়ার ভেতর দিয়ে
তামাক খাওয়ার ঠেকের দিকেপিঠ ফিরিয়ে দাঁড়িয়ে আছি মানে
এমন নয় যে
আমি ছুঁতমার্গীতায় আক্রান্ত হয়েছি
আমার পূর্বপুরুষরা
ধোঁয়ার ভেতর দিয়ে যাতায়াত করতেন
ধোঁয়ার ভেতরেই ঘুমোতেন
অথবা
ধোঁয়ার ভেতরেই
দিন এবং রাত্রিযাপন করতেন
তাঁরা যে জেকের করতেন
সেটাও এই ধোঁয়ার ভেতর দিয়েই
এই ধোঁয়ার ভেতরেই
তাঁরা হাজার ধ্বনি, হাজার বর্ণ, এবং
হাজার হাজার বাক্য খুঁজে পেয়েছিলেন
আমার ছেলেবেলার ফাঁক দিয়ে
সব একদিন গলে গেল
আর খুঁজে পেলাম না
খেলুড়ে
খেলুড়ে তোমাকেদোকানে নিয়ে যাই চলো
তোমার পছন্দের খেলনা কিনে দিই
খেলতে খেলতে
তুমি নিষ্পাপ শিশু হয়ে ওঠো
তারপর একসময়
তুমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ো
আমি তোমাকে ঘুম থেকে উঠিয়ে
সেরিগুঁড়ো নয়
ডালভাত খাওয়াব
সঙ্গে এক টুকরো মাছ এবং সবজি
ফুটবল
ক্রিকেট
হকি........
যা খুশি খেলো
মানুষ হওয়ার লক্ষ্যে
আমার লক্ষ্য
তোমাকে খেলুড়ে থেকে
খেলোয়াড় বানানো
এক ছিলিম জীবন
মাঝে মাঝেরুটির মতো সেঁকে নিই নিজেকে
যে পোড়া দাগগুলো দেখতে পাও
ওগুলো জ্ঞানের দরজা
ঠিক আক্কেল দাঁতের
যন্ত্রণার মতোই
যখনই সমস্যায় পড়ি
ওই দরজার ভেতর দিয়ে ঢুকে
বেরিয়ে এসে তোমাদের সামনে এসে দাঁড়াই
ওই জ্ঞানের দরজার ভেতর
আত্মগোপন করে থাকা তোমরাই
আমার সবচেয়ে বড় সম্পদ
মাঝে মাঝে
তোমরাই আমাকে
এক ছিলিম জীবন দান করো
চমৎকার কবিতাগুচ্ছ! প্রতিটি কবিতাই আলোড়ন করে।
উত্তরমুছুনঅসাধারণ সব কটি কবিতা।কবিকে কুর্ণিশ জানাই
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুনএই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।
উত্তরমুছুননিয়াজুল-এর কবিতা মোহিত করে। বাংলা কবিতার সম্পূর্ণ একটি নিজস্ব-ঘরানা তৈরি করে নিয়েছেন তিনি। কুর্নিশ কবিকে।
উত্তরমুছুননিয়াজুলের কবিতার চার্ম-ই আলাদা। বাংলা
উত্তরমুছুনকবিতার একটি নিজস্ব ঘরানা তৈরি করেছেন কবি। কুর্নিশ জানাই।
খুব ভালো লাগলো
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন