মন্দিরা ঘোষ-এর সিরিজ কবিতা
বিচ্ছেদের কোলাজ
১.
চোখের ঈষিকায় বিভাবরী মেঘ
ফোঁটা ফোঁটা ধারালোতে
চুরচুর বালিবাঁধের ধমনি
একটা য-ফলার তোড়ে
ভেসে যাচ্ছে উজান লন্ঠন
২.
মাঝরাতের বালিশ ফোলাচ্ছে
ঘুমহীন অন্তরা
জেগে থাকা মুছে ফেলতে ফেলতে
ক্লান্ত দরবারি রাত
চোখচিহ্নে ঊষসী শিশির
টুপ আঁকছে একার
৩.
আলুলায়িত ভোরের ভিজে
সাদা শূন্যতা ছড়িয়ে দেয় ঘুমে
একতাল দলা পাকানো
মনখারাপের এলার্ম ক্লর্ক
বেজে ওঠে
৪.
কাপের উষ্ণতায় মনখারাপের রুলি
ইমন ঠোঁটের উদারা ছুঁয়ে থাকে
ডিসেম্বরের মেঘ
নির্লিপ্ত শীতের দখলদারি মেনে নেয়
কৌশলপ্রিয় পাহাড়ি উচাটন
একটা নীলস্কার্ফ ভ্রমণের টিকিট হয়ে
উড়তে
থাকে
বরফচূড়ায়
একটি মন্তব্য পোস্ট করুন