নিয়াজুল হক-এর গুচ্ছ কবিতা 



দুর্লঙ্ঘ্য পাহাড়

হয়তো
আমার হাত-পা কাটা গেছে

সেটা বিশবছর পর জানতে পারলাম

হয়তো
আমার মগজ চুরি হয়ে গেছে
জীবনের সেরা সময়েই

সেটাও জানতে পারলাম
মৃত্যুর ঠিক কয়েক দিন আগে

শুধু শেক্সপিয়ারীয় বা গ্রিক ট্রাজেডিই নয়
তার বাইরেও অনেক বড় বড় ট্রাজেডি আছে
যা জীবনের ভেতরেই কোথাও
চুপচাপ ঘাপটি মেরে বসে আছে

তার আত্মপ্রকাশের জন্য
হয়তো একটা গোটা জীবন

অতিবাহিত করতে হবে

এই অপার সমুদ্রকেই তো
আমারা দুর্লঙ্ঘ্য পাহাড় বলি



অন্ধকূপ

অগ্রসর হও
এগিয়ে চলো

প্রথমে একটি গাছ পাবে
তার ছায়ায় একটু জিরিয়ে নাও

তারপর একটি নদী পাবে
তার জলে চান করে নাও

তারপর পাবে
এক বিশাল জলরাশি
তাকে সমুদ্র নামে ডাকো

সে মহম্মদের বোররাক হয়ে
তোমাকে বিশ্বব্রহ্মাণ্ড ঘুরিয়ে এনে

তোমার দু'দিকে দুটো ডানা জুড়ে
এই মাটির পৃথিবীতে নামিয়ে দেবে

চারপাশের দুঃখ
তোমাকে মশা-মাছির মতো ছেঁকে ধরবে

কিছুতেই তোমার
ব্যথাবেদনা লাঘব হবে না

দুঃখ থেকেই যাবে একটা

যারা অন্ধকূপে পড়ে মারা গেছে
তাদের মৃত্যু তোমার নিজের মনে হবে

এই মৃত্যু খুঁজতেই
হঠাৎ থমকে দাঁড়িয়েছি



জিজ্ঞাসা করো 

আমি ভাই
চিবিয়ে চিবিয়ে
কথা বলতে পারি না

দৈত্যের মতন মানব শরীর

কথাবার্তাও সেরকমই

পাহাড় এবং সমুদ্রকে
সমতল করতে
প্রতিনিয়ত তিনি
মই দিয়ে চলেছেন

তুলে ধরছেন
কৃষি সভ্যতার মাহাত্ম্য

সত্যকে মিথ্যা করে তুলতে
এত ঘাম

কোন সমুদ্র ধারণ করবে?

অবশেষে
সত্যেরই জয় হবে

কখনওই মিথ্যার নয়

ওই কৃষক এবং
পাহাড়কে জিজ্ঞাসা করো



অচল পয়সা

তুমি বললেও
আমি যাব না

উনি আমার দিকে
চকমক করে তাকাবেন

হয়তো হাট থেকে
একটা বড় কাতলা মাছ কিনে
হাতে ঝুলিয়ে ঝুলিয়ে এনে
তোমার হাতে দেবেন

ফেরার সময়
সৌজন্যের খাতিরে
বাসেও তুলে দেবেন হয়তো

তার পরেই
আকাশে মেঘ জমবে ভারী হয়ে

কলপ করা চুলে ইয়াং দেখালে
কেউ কি মানতে পারে?

তুমিই বলো?

তোমার ফার্স্ট বয়
তুমি না মানলেও

এখন একটা অচল পয়সা

6 মন্তব্যসমূহ

  1. এক আত্মযন্ত্রণার ভেতর আপনি উত্তরণের রাস্তা খুঁজতে চেয়েছেন। সময় ও সময়ের ভাঙনে তা বিষাদগ্রস্ত চেতনার জন্ম দিয়েছে। তবু কবিতাগুলি এক নির্মেদ তীক্ষ্ণ সাবলীল উচ্চারণ যা আপনার ব্যক্তিত্বের ছায়াকে আরো দীর্ঘায়িত করেছে।

    উত্তরমুছুন
  2. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  3. আত্মক্ষরণের গভীর মর্মন্তুদ বার্তা প্রতিটি কবিতায় বর্তমান। সময়ের ঘেরাটোপে বন্দী বিপন্ন অস্তিত্বের বজ্রঘোষণা মানবতারই অপমান। প্রতি কবিতার শরীরে এঁকে দিতে পেরেছেন বিষাদগ্রস্ত চেতনা।
    অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবির জন্য।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন