ইহিতা এরিন-এর গুচ্ছ কবিতা
ত্যাগ-মঙ্গল
ঝিঁঝি। ব্যাঙ। বৃষ্টি।
থ্রিসাম সন্ধ্যা।
অথবা অ-সাম জৈব সারগাম ভরা মরশুমে
প্রমিত প্রেমের সঙ্গীত শোনায় অপরাপর।
শুনছি ক্ষুধার্তের ত্রাহী চিৎকার—
এই যারা শীল নির্দেশক সমাজ
তাদের কান কি তরঙ্গ সঞ্চারি?
ওই উহারা
উন্নাসিক খিদের চিৎকারে সোল্লাসে মুতে দিলো
আহা যৌগ! তার যথার্থ রাসায়নিক সংকেত জানাও।
সারকথাও জানালো, নিদেনপক্ষে মরবে না পানিশূন্যতায়।
আড়ালমনা
মৃত ঘামের ত||ত রঙ্গ তারকা সকল ব্যথার সলমাজরি
দৌড় সাঁতারে ঝ|ক|ম|ক ঝাঁ|ক|তা|ক শরীরী সেতার
আলোর সংকেত
প্যাসকেলের সূত্র
গতিপথ ঐ নদী
কম্পনে স্বপ্নের মিথাশ্রয়ী বাঁইবাঁই
হাড়িকাঠের প্রস্তরবেদি বরাবর দৈর্ঘ্য
সহোদরা
কমলা লিন্দে বসে অ||অ তা
খোঁয়াড় বাঁধা
ব|ন্ধ মুরগির ডিম
বিপরীত প্রতিবিম্ব ও সমান্তরাল মহাফেজখানা
ঘুমের দরোজা থেকে পালিয়ে এসেছে
প্রজাপতি চোখ
বরফের ডিম
তা দিচ্ছে ক্লীব সভ্যতা
বিশ্বাসের জিহ্বায়
পবিত্র প্রেত অযুখানার
শাসকের কররেখায় আঁধার ও তার
উদাম নৃত্য
কবরখানা থেকে শ্মশান
নীরবতা ভেঙ্গে
একজন বলে উঠলো মানুষ
মানুষটি
মানবতার চাদর মুড়িয়ে
ফিরে গেলো
ফ্রান্সের সেই শিক্ষকের কাছে
এসব'ই আদপে
হোমোস্যাপিয়েন্স
ও
প্রজনন-চক্র
ভালো লাগল। কবি পরিচিতি দিলে ভালো হতো।
উত্তরমুছুনখুব ভালো কবিতা পড়লাম
উত্তরমুছুনঅপূর্ব! সবকটি লেখাই অনবদ্য
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন