চন্দ্রদীপা সেনশর্মা
হেমন্তদুপুর
ওখানে হেমন্তে আগুন ঝলসে ওঠে।শুনেছি কন্যার মুখে।
এই শীতে তার আসবার অপেক্ষায় দিন গুনি।
হেমন্তের মেপলে ইলশেগুঁড়ি স্বপ্ন স্বপ্ন
বরফ ঝরে, লাইভ ভিডিয়ো মেয়ের।
কী বর্ণময় ও, ও কি মেপলের মতো?
খুব ইচ্ছে করে একবার বরফে দাঁড়াই
তারও আগে ছুঁয়ে আসি মেপল
দীপাবলির দিয়ায় আঁকলাম হেমন্তমেপল
মেপল আঁকলে কন্যাকে মনে পড়ে, যেন কাছেই...
এবার শীতে ঘন বরফ পেরিয়ে ও আসবে
এসব ভাবতে থাকি স্তব্ধ একা হেমন্তদুপুরে
একটি মন্তব্য পোস্ট করুন