চন্দ্রদীপা সেনশর্মা






হেমন্তদুপুর

ওখানে হেমন্তে আগুন ঝলসে ওঠে।
শুনেছি কন্যার মুখে।
এই শীতে তার আসবার অপেক্ষায় দিন গুনি।
হেমন্তের মেপলে ইলশেগুঁড়ি স্বপ্ন স্বপ্ন
বরফ ঝরে, লাইভ ভিডিয়ো মেয়ের।
কী বর্ণময় ও, ও কি মেপলের মতো?
খুব ইচ্ছে করে একবার বরফে দাঁড়াই
তারও আগে ছুঁয়ে আসি মেপল

দীপাবলির দিয়ায় আঁকলাম হেমন্তমেপল
মেপল আঁকলে কন্যাকে মনে পড়ে, যেন কাছেই...
এবার শীতে ঘন বরফ পেরিয়ে ও আসবে
এসব ভাবতে থাকি স্তব্ধ একা হেমন্তদুপুরে

Post a Comment

নবীনতর পূর্বতন