রথীন বন্দ্যোপাধ্যায়-এরকবিতা







আমিই বর্ষা, অতিবৃষ্টিও আমি  

একহাতে নিঙরাই গোলাপ বসরাই,
অন্য হাতে লিখি কবিতা।

আমার বুকে প্রেম অনন্ত, আমি কবি তাই,
আমার রেটিনায় শুধু লাশ চুল্লি ও ছাই।

যে হাত গোলাপ ফোটায় ভালোবেসে,
সে হাতই নাইন এম এম ধরে অনায়াসে।

অনাহার, রুটি, ক্ষিদে, সবার জন্য একটি বুলেটই বরাদ্দ।
মিছিলে হাঁটি, শ্লোগান ছুঁড়ি, সবার জন্য সমান অধিকার।

সদ্য আমি দুজনকেই খুন করেছি, স্ট্যালিন এবং হিটলার। 




ক্লিক: রবিউল ইসলাম (কাশ্মির, ভারত)

Post a Comment

নবীনতর পূর্বতন