পৃথা চট্টোপাধ্যায়
জীবন-তন্দুর
খসখসে শব্দ দরজায়
মাঝে মাঝে টোকা
খুঁজে রাখি মোমবাতি কুপি
নিকোটিন কৌটো ভরা মুখ
আততায়ী ঠোঁট নেমে আসে
কাঠবেড়ালির হাত খিদে মুখে
অন্ধকারে খাদ্যশস্য খোঁজে
আহার ব্যাহত হলে
আরো বেশি তীক্ষ্ম হবে নখ
সজোরে বসাবে দাঁত
জীবন তন্দুর জুড়ে রাত
খাদ্য কল্পে সেঁকে নেওয়া রুটি ...
বেশ ভালো। ভিন্ন চিন্তন।
উত্তরমুছুনখুব খুশি হলাম।🌹
মুছুনভালো লাগলো।
উত্তরমুছুনখুব খুশি হলাম। আন্তরিক শুভেচ্ছা।🌹
মুছুনভালো লেগেছে।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন