সন্দীপ বিশ্বাস 




কবিতার ছেঁড়া-ছুটো

১. 

একজন একজনকে ছুঁয়ে আছে
     দুজন অদৃশ্য।


২. 

মন ঘাপটি মেরে বসে থাকে
     হাওয়া- বাতাসের লোভ কারই বা না হয়।


৩. 

গাছ থেকে পাতা খসে পড়লে কিছুই হয় না
     ৫০ বছর আগে বলেছিলাম। এখন 
     এই বয়সে - বলছি
     আদি - অন্ত গা ছুঁয়ে গেল।
     

৪. 

আমার মধ্যে আমি
     আমি খোদ, নিকেশ
     আমি আনন্দ। ত্যাগের বহ্নিশিখা।


৫.

আমার সামনে কিছু লোলচর্ম
     মানুষ, তারা হেঁটেছেন
     বহুটা পথ।


৬. 

গল্পগুলো, তেমন কিছু নয়
     তবু: তেমন কিছু নয়
     -এর একান্তই গল্পগুলো হারিয়ে গেছে আজ।



Post a Comment

নবীনতর পূর্বতন