সংযুক্তা পাল 




নীলাচলে শ্যামা নাচে...

নীলাচলে শ্যামা নাচে,গান গায়
মুক্ত- রঙা দুই বুকে
এক হাতে আগুন,অন্য হাতে আলো চেপে
এ পৃথিবী অন্ধ, শীতল


ভ্রূ এর মধ্যে নিবিষ্ট অন্ধকার,
তাকে কালী বলে ডাকি।
বাসনায় রক্ত, শূন্যতায় রক্তজবা ফোটে
হে নিশি-মন কামাখ্যায় কেঁদো...


খাঁড়ায় কাটে মাংসের দোষ
এ ললাট বধ্যভূমি 
নিকষার চুলে অমাবস্যা জেগে ওঠে,
ছড়ায় তান্ডব...
শ্মশানে কাঁপেন দেবী 'বল হরিবোলে'।


দু'পায়ের মধ্যভাগে জীব এবং জরা
শ্বাপদের ভূত জীবন চেটেপুটে খায় অনুকম্পা
দু'পায়ের মধ্যভাগে শিব—
পদ্মে প্রশস্ত প্রাণশক্তিরূপ ভূমা
...অন্য পীঠ তারা 


ক্ষত্রিয় উঠোন জুড়ে
ঘর ওঠে দুইবেলা;
পানপাত্রে 'পঞ্চ ম'–প্রকৃত সময়
মৃত্যুর সাধনা দেখে, দেয় বরাভয়
প্রগাঢ় কালিমা যদি অনন্ত সত্য হয়,
'আমি' তবে আত্মপ্রবঞ্চনা।

Post a Comment

নবীনতর পূর্বতন