হরিৎ বন্দ্যোপাধ্যায়
একান্নবর্তী পরিবার
হরি কাকা দুপুর দেখে নি বলে
আমাদের গ্রামের সদর দরজায় দুপুর বসেছিল
সকালেই আটকে থাকা আমাদের গ্রাম
হরি কাকার মতামতের অপেক্ষায়
মাঠ থেকে হাড়ভাঙা পরিশ্রমের পর
বাড়ি ফিরল হরি কাকা -----
সকাল থাকলে মন্দ কি ?
সবাই মাটির দুয়ারে দাঁড়িয়ে হাত নাড়ল
খড়ের চালের ফোকড় থেকে চড়ুই বেরিয়ে এলো
বার দুয়েক ডেকে বলল, সকালেই সে খুশি
বুঝতে পারলাম এইভাবেই
পাতায় পাতায় বেঁচে থাকে একান্নবর্তী পরিবার ।
'পাতায় পাতায় বেঁচে থাকে একান্নবর্তী পরিবার'-- দারুন। দারুন।
উত্তরমুছুনদারুণ ভাবনার প্রকাশ
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুনবাহ্! ভাবনাটা ভালো লাগলো
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন