নীপবীথি ভৌমিক
নিছক
আমি আঁকতে ভুলে গিয়েছি বলে
গাছেরা স্তব্ধ নদীর জলে ঢেউ তোলে
পাতা ঝরে যায়। দূর - দূরান্তের সীমানা পেরিয়ে
নদী থৈ থৈ, হারানো সবুজে আজ
অন্ধ ইজমের হাতছানি
শব্দেরা আমাকে ভুলে গিয়েছে
বলে, আমি জীবনকে ফিরে পেয়েছি আবার
বাস্তবের নোনাজলে।
আলেয়া
সময় ভালো হলে সুখেরা নীড়ে ফিরে যায়,
জেগে ওঠে জল- জঙ্গলের অভিমান
চোরা স্রোতে খনন শুরু হয়
রক্তপাতের ঝোড়ো হাওয়ায় ,
যেসব সুখী পাখিরা হাত ধরে ছিল
অসময়ের কালো জলে,
তাদের শরীর জুড়ে আজ প্রবল জ্বর
বার্ধক্য নেমে আসে সুসময়ের দেহে
আমি অপেক্ষায় থাকি তাই দুঃসময়ের
রঙিন দিনের ,
সময় ভালো হলে অভিমান যে
ঘর ভুলে যায় নিজের।
একটি মন্তব্য পোস্ট করুন