ভূমিকা ও ভাষান্তর: গৌরাঙ্গ মোহান্ত






মিশেল ওয়েলবেক




নির্মল বাতাসে

ভূমিকা ও ভাষান্তর: গৌরাঙ্গ মোহান্ত

মিশেল ওয়েলবেক (Michel Houellebecq, 1958-) সমকালীন ফরাসি ঔপন্যাসিক ও কবি হিসেবে সুপ্রসিদ্ধ ; উপন্যাসে বিতর্কিত বিষয়াবলির শিল্পরূপ নির্মাণের জন্য তিনি পাঠক ও সমালোচকের দৃষ্টি আকর্ষণ করেছেন। গত শতকের ছয়ের দশক থেকে ফ্রান্সে যে সমস্ত আন্দোলন প্রাধান্য পেয়ে আসছে সেগুলো তাঁর কাছে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। তিনি তাঁর সাহিত্যকর্মে মনোবিকলন, ফরাসি বিশ্ববিদ্যালয়ের আমলাতান্ত্রিকতা এবং সমাজতন্ত্রকে তীক্ষ্ণভাবে কটাক্ষ করেছেন। ওয়েলবেক Assemblée nationale-এ প্রশাসনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপন্যাসের পাশাপাশি কাব্যচর্চায় তিনি অসামান্য নৈপুণ্য প্রদর্শন করেছেন ; ফ্রান্সে সর্বাধিক বিক্রিত কাব্যের তালিকায় তাঁর শিল্পিত কর্ম অন্তর্ভুক্ত রয়েছে। ওয়েলবেকের  উপন্যাসের ভেতর Platforme (2001), La Carte et le Territoire (2010), Sérotonine (2019); কাব্যের ভেতর Le Sens du combat (1996), Renaissance (1999) উল্লেখযোগ্য। প্রাবন্ধিক হিসেবেও তাঁর সুখ্যাতি রয়েছে ; তাঁর প্রবন্ধগ্রন্থ Rester vivant, méthode (1991) অনুরাগী পাঠকের নিকট সমাদৃত হয়েছে। Dans l'air limpide (নির্মল বাতাসে) কবিতাটি Le Sens du combat কাব্যের অন্তর্ভুক্ত।




কেউ বলেন : দৃশ্যের পেছনে কী ঘটছে দেখুন।
কেমন অপূর্ব, এ সকল যন্ত্রপাতি কাজ করছে।
এ সকল বাধা, এ সকল প্রপঞ্চ, এ কামনারাশি তাদের নিজেদের ইতিহাসে প্রতিফলিত। এ সকল প্রযুক্তি সম্মোহনের। কেমন অপূর্ব !
হায়, গভীর আবেগের সাথে সকল সময় ভালোবেসেছি এ মুহূর্তগুলোকে যেখানে আর কিছু কাজ করে না। বিশ্বব্যবস্থার এ অসংলগ্নতার অবস্থা যা একটি মুহূর্তের চেয়ে বরং একটি ভাগ্যের পূর্বলক্ষণ দেখিয়ে দেয়, যা অন্যত্র অস্বীকৃত চিরন্তনতা আভাসিত করে। প্রজাতির প্রতিভা বাহিত হতে থাকে। আমি জানি, এরূপ ব্যতিক্রমী পূর্বধারণার ওপর জীবনের নীতিকে দাঁড় করানো কঠিন। আমরা এখানে রয়েছি, ঠিক কঠিন সব পরিস্থিতির জন্য। আমরা এখন যেন বাস করছি ক্যালিফোর্নিয়ার উচ্চভূমিতে, শূন্যতা বিযুক্ত মাথা ঝিমঝিম-করা প্ল্যাটফরম ; নিকটতম প্রতিবেশী রয়েছেন শত মিটার দূরে, তবে যেভাবেই হোক তিনি দৃষ্টিগ্রাহ্য, নির্মল বাতাসে (এবং আপনি প্রত্যেক মুখমণ্ডলে যে কোনো পুনর্মিলনের অসম্ভাব্যতা পাঠ করতে পারেন) । এখন আমরা অপেরার বানরের মতো বাস করছি, বিড়বিড় করছি এবং একসাথে ঘুরছি। উপরে কোথাও, বয়ে যাচ্ছে সুরমূর্ছনা।

Post a Comment

নবীনতর পূর্বতন