সুশীল হাটুই-এর কবিতা





চাতকের মেঘতুতো-বোন


অস্বস্তিগুলো অরেঞ্জ খোলার
আগেই শূন্য মুহূর্ত। এখন ডিনারটেবিলে
যদি ডিটেনশন ক্যাম্পের ছায়া পড়ে_____

মগজ অন করলেই শোনা যাচ্ছে,
চাতকের মেঘতুতো-বোন রিমঝিম গাঙচিলের
বায়োপিক দ্যাখা জানালাটিকে অহিংসার
গৈরিক দ্যাখাচ্ছে______

আজ মাৎসর্যের পোড়া আঙুল
আপডেটের জন্য বারনলের ইনসুইং দুরন্ত
বরফের জেরক্স______

তারই মধ্যে সেকুলার মোমবাতির
পার্টিমিটিঙে দিয়াশলাইয়ের সভাপতিত্বে
রাত্রির বিরুদ্ধে ৩ দফা কর্মসূচি গৃহীত
হলো______

১।
২।
৩।

ফুটনোট :
কর্মসূচি অত্যন্ত সিক্রেট তাই প্রকাশ করা
গেল না।

Post a Comment

নবীনতর পূর্বতন