মৌমিতা মিত্র





ছেলেবেলার গল্পকথায়

সেই মুহূর্তগুলোতে — যখন জানতে পারি
প্রিয় ব‌ইয়ের দোকান অনেক আগেই উঠে গেছে,
পরিচিতরা বিকেলের এক কাপ চা হাতে
পরিবারের ভুল-ত্রুটির আলোচনায় মজে —
মনে হয় বয়স বাড়ছে

পালিয়ে যাওয়ার স্বপ্নগুলো জোরে জোরে বলতে থাকে
গল্প বলতে মন্দ লাগনি এতকাল

কমিক্সের পাতা ওল্টাই; পেনটা হাত থেকে বহুবার পড়ে
খসখস শব্দে চলে এখন: তবুও আরেকবার পড়ে যাওয়া আটকাতে
শক্ত করে চেপে ধরি — প্রিয় সব নাম
তুলে রাখতে হবে আমাদের সকলকে
চাইলে একবার যাতে ফিরে আসা যায় ছেলেবেলার প্রিয় গল্পকথায়

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন