সায়ন্তনী হোড়-এর কবিতা
সংসারের প্রাচীন ছবি
( ১)ছকভাঙা সংসারে ক্রমশ আলো কমতে থাকলে
ঋণ বেড়ে যায় ব্রহ্মের কাছে
কম্পাসের কাঁটা ঘোরানোর প্রত্যেক মোড়ে মোড়ে একটা রহস্যের উন্মোচন হয়
(২)
শালুকের আদরে বেড়ে ওঠা হ্রদের নোনা জল
শরীরে আরো গভীরে পৌঁছালে
চিলেকোঠার ফুল শুকিয়ে আসে
কাঁচা রক্তের গন্ধ
ছড়িয়ে পড়ছে সম্পর্কের রন্ধ্রে রন্ধ্রে
( ৩)
ছেঁড়া চিঠির বহু অপেক্ষার পর একঝাঁক নিস্তব্ধতা বারবার ফিরে আসে
ধোঁয়াটে যানযটের মধ্যে গোলাপের কাঁটা নিয়ে বসে থাকা এক প্রেমিকের গায়ে
ধীরে ধীরে শ্যাওলা পড়ে যায়
তাকে আরো আলো দাও
এক গভীর অন্ধতা তার কাম্য এখন
( ৪ )
কান্ডের ভারে নত হওয়া শীতের কাছে
একটা দুপুরের মৃত্যুর হরফ লেখা থাকে
বিধ্বস্ত মানুষ
উড়ন্ত সময়ের অ্যালার্ম বেজে উঠলে পিঁপড়েরা মাটির হলফনামা আঁকে ।
দারুণ স্নিগ্ধ লেখা।
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন