মাহবুবা করিম-এর কবিতা





তোমার হাসি এত নিষ্পাপ কেন


রিমঝিম বৃষ্টি শেষে যেই না মেঘ কেটে উঁকি দিলো ভরা পূর্ণিমা এইমুহূর্তে আমি নিশ্চিত— জোছনা তোমার হাসি হাসি গালে চুমু খেয়ে পৃথিবীটা এতো আলোকিত করেছে...

নয়তো কী? অত রূপ চাঁদের কবে ছিলো?

হাসছো?
তুমি হাসলেই এমন হয়,
তুমি হাসলেই দাগী আসামীও বাইবেল পড়তে শুরু করে
তুমি হাসলেই ঘাতকের বিষমাখা ছুরি খসে পড়ে যায় হাত থেকে;
তুমি হাসলেই দগ্ধ হৃদয় মিঠা নদী হয়ে যায়।

কী বিশ্বাস হচ্ছে না? 
হেসেই দেখো —
তুমি হাসলেই সহস্র প্রেমিক ক্রুশবিদ্ব যীশু হতে চায়,
তুমি হাসলেই আমার খুব খুন হতে ইচ্ছা করে তোমার ভেতর।

শুনছো?
ঐভাবে হেসো না মেয়ে,
হাসলেই পৃথিবী নুয়ে পড়ে তোমার পায়ের কাছে।

Post a Comment

নবীনতর পূর্বতন