আমিনা তাবাসসুম




রূপচন্দন

ভাঙা দেরাজ থেকে সবটুকু স্মৃতি ছেঁকে 
            ফেলে আসি 
                      বিরাগ উপকূলে

বুকের মধ্যে নিম্নচাপ প্রতিদিন
প্রতিদিন খলবল করে 
            রাজকীয় অনুরাগ, রূপচন্দন

এসব ছিড়ে খুঁড়ে তোমার কাছে বসি
কোজাগরী আহ্লাদ আসে চোখের সম্মুখে

অথচ প্রতি পল ডুবে যায় 
        তিন কাটা যন্ত্রের মধ্যে

তবু তুমি-আমি 'আমরা' হলেই
তুমুল আলোড়ন ওঠে 
                    জ্যোৎস্নার গভীরে

2 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন