দেবীপ্রসাদ বটব্যাল-এর কবিতা


"----ক্ষেত্র-----+"

দানো কে উদ্ধত করে জাপানি দেবতা
ঘুম ঘুম বিকেলের  স্নাত
ফুল,
আলোর কণিকা জাত--

ঝরার আগে ফুটি ফুটি প্রকৃতির উন্মুক্ত
স্তনের বোঁটাটি,

রাতের পসরা জ্বেলে
আব-সাথ মে আবসাঁথ টেনে
ঢলে যাই সন্ধ্যের কোলে

আমি কতবার বলেছি, তুমিই মানো না-!
মন,  মন,  মন- দেহ তো সঙ্গম করে না


"মান্তাসা  "

আগুন শব্দ খরচ করে
দু আনার বরফ কেনো--!

নাও,আমার  বহুবাজারি শরীর,
গয়নার শোরুম খোলো ,

আর

আমি ---,

যে প্রণয় অসুখ দিয়ে তৈরী   তাকে
মরন্ময় গিঁট খুলে হিরণ্ময় করে নেবো



মাংসতন্ত্র

এতদিন ভেবেছি
পান্নার রং লাল
আঙুলে  সবুজ চুনিটি

প্রথম খুনের আগে
হাত কাঁপা দেখে অনুমান
খুনির হৃদপিণ্ডের  নীচে
আরেকটি হৃদয় আছে

রাত অত্যাচারিত হবে বলে
সাজায় অন্ধকার,      পাশে তার,
আগুন নদীর বুকে একটি জলের তারার
বিম্বছায়া রেখে দেয় চোখ

পাঁচ আনার আংটি অমোঘ কোমরে
চব্বিশ ক্যারটের বিছে ছুঁলেই
মহামৃত্যুঞ্জয়ী কবচ থেকে
বীজমন্ত্রের প্রণব ভাসিয়ে দেয় বাতাস ।

অণিমা লব্ধজ্ঞানে
মাংসতন্ত্রের ছুরির সিদ্ধাই
পরখ করে মারন ধার


Post a Comment

নবীনতর পূর্বতন